Take a fresh look at your lifestyle.

নির্দোষ ব্যক্তিকে আসামি করা হলে ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

৪১

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে সজাগ হতে হবে। আমি বাহিনী প্রধানদেরও বলেছি, যারা এ ধরণের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে, এদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

১৪ নভেম্বর,বৃহষ্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আরও বলেন, এ ধরণের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে। আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামি করতো, এখন পুলিশ সেরকম কেস দেয়না, এখন দেয় সাধারণ মানুষ।

এছাড়া মব জাস্টিস প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে বলেন, এ সমস্যা সমাধানে জনসচেতনতা প্রয়োজন। পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, হারানো আস্থা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ বিভাগ। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে বলেন, এমন সংবাদ প্রচার করে গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এ ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) সবসময় সজাগ থাকবেন। আপনারা (সাংবাদিকরা) সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোন ভুল করি, আপনারা বলেন আমরা সেটা সংশোধন করবো। সাগর রুনি হত্যাকা-ের বিষয়ে তিনি বলেন, এবারে অবশ্যই একটা সুরাহা হবে, এখানে ৬ মাসের সময় দেয়া হয়েছে। আর আইজিপির নির্দেশে নতুন একটি টিমও করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম উপস্থিত ছিলেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.