Take a fresh look at your lifestyle.

শেবাচিম’র ৫৬ তম বর্ষপূর্তি উদযাপন

ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

৩৭

নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণবঙ্গের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ৫৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পাসে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯৬৮ সালের এই দিনে দক্ষিণবঙ্গের মানুষের ভরসাস্থল হিসেবে বিবেচিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন, বর্তমান ও নতুন শিক্ষার্থীদের মিলন মেলার এই আয়োজন ২০নভেম্বর,বুধবার সকাল ৯টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাস থেকে শুরু করে বান্দরোড, চাঁদমারি প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

এরপর জুলাই-আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনভর স্মৃতিচারণ, আলোচনা সভা, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহিদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

শেবাচিমের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেবাচিমের ১ম ব্যাচের ছাত্র প্রফেসর ডা. আকতার মোরশেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুল হোসেন ও অধ্যাপক ডা. কহিনুর বেগম। অনুষ্ঠানে তিন সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন।

প্রাক্তন শিক্ষার্থী ডা. মিজানুর রহমান বলেন, এই আয়োজনের মধ্যদিয়ে আমরা ক্যাম্পাস জীবনে ফিরে গিয়েছিলাম। এখানে এসে পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। তাদের সঙ্গে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ হয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.