Take a fresh look at your lifestyle.

বরিশালে এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪৯ জনের মৃত্যু

২৩

স্টাফ রিপোর্টার: বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪৪ জন, এক যুবকের মৃত্যু।

এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যু হলো। বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার রক্তিম রয় (২১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৪৪ ডেঙ্গুরোগীর মধ্যে ৩৪ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুই হাসপাতালে বর্তমানে ১০৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালীতে ৬ জন, ভোলায় ৬ জন, পিরোজপুরে ৩০ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে ৪ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৭ হাজার ৪৩৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৫ জন।

চলতি বছর গোটা বিভাগে ৪৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৮ জন, পিরেজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় তিনজন, পটুয়াখালীতে একজন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.