Take a fresh look at your lifestyle.

আখেরি মোনাজাতে শেষ হলো ঐতিহাসিক চরমোনাইর মাহফিল

২০

নিজস্ব প্রতিবেদকঃ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ঐতিহাসিক চরমোনাইর  তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল।

৩০নভেম্বর,শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মোনাজাতের আগে আখেরি বয়ানে চরমোনাই পীর বলেন, ‘মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোনো মূল্য নেই।’

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরী পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করতে হবে। গীবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নিতে হবে। ছহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।

মোনাজাতে তিনি ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করেন।কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,গত ২৭ নভেম্বর বুধবার বাদ জোহর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে শনিবার সকালে সমাপনী আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় লাখো মুসল্লীদের এ মিলন মেলা।

 

 

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.