Take a fresh look at your lifestyle.

দলীয় শৃঙ্খলা ভঙ্গ-বরিশাল জেলা ছাত্রদলের ৩ জনকে বহিষ্কার

১৬

নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল জেলা ছাত্রদলের তিন জনকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসানসহ বহিষ্কৃত বাকি দুই নেতা হলেন, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু জানান কেন্দ্রীয় ছাত্রদল এই তিন নেতাকে বহিষ্কারের কারণ উল্লেখ করেননি, প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার তাদের বহিষ্কারের অনুমোদন দেন।

এরপর ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বহিস্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.