Take a fresh look at your lifestyle.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসব শুরু

২৫

নিজস্ব প্রতিবেদকঃ
বাঙালির ঐতিহ্য নবান্নের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই দিন ব্যাপী নবান্ন উৎসব শুরু হয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে ববির মুক্তমঞ্চের মাঠে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত পর্যন্ত এই মেলা হয়েছে।এই মেলায় নবান্নের ঐতিহ্যকে ছবি, গল্প, গান-কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় ববির নিজস্ব ব্যান্ড দল বনসাই ও সপ্তর্ষি গান পরিবেশন করেছে।

এছাড়াও পদাতিকের অর্ধশত সদস্য গান, নাচ এবং অভিনয় করেছেন। মেলায় নাগরদোলাসহ ২৮টি দোকানে ঐতিহ্যবাহী হরেক পণ্য বিক্রি করতে দেখা গেছে। শেষ দিন শুক্রবার রাতে বনসাই ও সপ্তর্ষি ব্যান্ড দল সহ দেশের স্বনামধন্য গায়ক অর্ঘ্য দেব গান পরিবেশন করবেন।

পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, ববি শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে নবান্নের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এই বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনে নবান্নের সাথে সংশ্লিষ্ট অনুষঙ্গ সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় জানান, নবান্নের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন অনুসঙ্গ তুলে ধরা হয়েছে। যা সহজেই একজন শিক্ষার্থী নবান্ন বিষয়ে ধারণা নিতে পারছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.