Take a fresh look at your lifestyle.

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩৩

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দৈনিক ইত্তেফাক ৭২ বছরে পদার্পনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জাকির হোসেন মজুমদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার মা. আরিফুজ্জামান, জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, নাগরিক সমাজের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি,
দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. ফরিদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শামীম আহসান, বরিশাল শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক জামাল উদ্দীন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উপ-পরিচালক দীপু হাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন,
জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার, কার্যনির্বাহী সদস্য তন্ময় তপু, দৈনিক মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদি হাসান শুভ, দৈনিক বাংলার ব‌নে পত্রিকার নির্বাহী সম্পাদক রাতুল আহ‌মেদ, দৈনিক ইত্তেফাকের মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, হিজলা সংবাদদাতা মো. আলহাজ, বাবুগঞ্জের আব্দুর রহিমদ সরদার, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ নেছার জোমাদ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-সভাপতি আবুল কালাম কালু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ফরিদ, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে সরকারী-বেসরকারী সংস্থা সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও কেক নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন।
Auto House

Leave A Reply

Your email address will not be published.