Take a fresh look at your lifestyle.

উৎসব মুখর পরিবেশে বরিশালে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

১৮

নিজস্ব প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে বরিশালে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

২৫ডিসেম্বর,বুধবার সকাল ৯টায় বড়দিন উদযাপন উপলক্ষে নগরীর ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ।

এর আগে মঙ্গলবার রাত থেকে শুরু হয় বড় দিনের নানান আয়োজন। বুধবার খ্রিস্টধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের উদযাপন শুরু করছেন। সকাল থেকে বিভিন্ন চার্চে ভক্তরা ভীড় জমান। খ্রিষ্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন।

এছাড়া বাণী পাঠ, সাম-সঙ্গীতের আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষ্যে বরিশাল নগরীর সকল গির্জায় এ উপলক্ষে সাজসজ্জা করা হয়েছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে। যুদ্ধ নয় শান্তি এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা জানিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়।

যাতে আগামীতে আরো সুন্দরভাবে এবং পরিবারের সবার সাথে এই বড়দিন তারা উদযাপন করতে পারেন। এবছর বরিশাল নগরীর ১৪টি খৃস্টান কলোনীর ৫ হাজারের বেশি খৃস্টভক্ত ৬টি চার্চে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি পালন করছেন।

আইন শৃঙ্খলা রক্ষায় নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃংখলা বাহিনী।

Auto House

Leave A Reply

Your email address will not be published.