Take a fresh look at your lifestyle.

 ৮ দফা দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

২০

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রি হুইলার নীতিমালা ২০২৪” চূড়ান্ত করে দ্রুত লাইসেন্স প্রদান ও অবৈধ টোকেন ব্যবসা বন্ধ করাসহ ৮ দফা দাবিতে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০জানুয়ারি,বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার।

বক্তব্য রাখেন রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সম্পাদক শহিদুল হাওলাদার, সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি ও রিক্সা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ২৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইউব আলী, দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন, জেলখানার মোড় স্ট্যান্ড শাখার সভাপতি আবদুল মন্নান মল্লিক, ২৫ নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক আবদুল মানিক হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার এইসব ব্যাটারি চালিত থ্রি হুইলার ও সমজাতীয় যানবাহনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, বিক্রি, চার্জিং সহ নানা ধরনের কাজে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। দেশের সকল জেলা ও বিভাগে নগর পরিবহণ নেই ফলে কোটি কোটি মানুষ ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করে থাকে। এই খাত যেমন বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তেমনি দেশের অর্থনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দ্রুত নীতিমালা চুড়ান্ত করে ৫০ লাখ ব্যাটারিচালিত বাহনকে নিবন্ধন ও চালকদের লাইসেন্স এর আওতায় আনলে রাজস্বে কয়েক হাজার কেটি টাকার যোগান নিশ্চিত হবে। একইসাথে দেশীয় গাড়ি শিল্পে একটি বিপ্লব, কর্মসংস্থান ও শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। যেখানে শুধু প্রয়োজন হবে দুর্নীতিমুক্ত সঠিক ব্যবস্থাপনা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এই নতুন পরিস্থিতিতে দ্রুত লাইসেন্স দেয়ার মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতা দেয়ার মাধ্যমে এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেতৃবৃন্দ দাবি জানান।

বক্তারা অবস্থান কর্মসূচি শেষে বিআরটিএ স্বীকৃত লাইসেন্স প্রদান, বরিশালে অবৈধ টোকেন বাণিজ্য বন্ধ, নতুন গাড়ি আমদানি ও বানানো বন্ধে প্রশাসনিক অভিযান পরিচালনাসহ ৮ দফা দাবিতে বিআরটিএ চেয়ারম্যান বরাবর ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.