Take a fresh look at your lifestyle.

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন

২৮

নিজস্ব প্রতিবেদকঃ  জুলাই গণঅভ্যুত্থানে দৈনিক যুগান্তর নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। অভ্যুত্থান পরবর্তী সময়েও তেমনি দেশের শ্রমিক-জনতাসহ সব শ্রেণিপেশার মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে যুগান্তর। এ পত্রিকাটি শিল্পোদ্যোক্তা নুরুল ইসলামের সৃষ্টি বলেই গণঅভ্যুত্থানে পথ হারায়নি। বরিশালে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।

০১ফেব্রুয়ারি,শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর প্যারারা রোডে যুগান্তরের কনফারেন্স হলে এ অনুষ্ঠান হয়। এরপর কেক কাটেন অতিথিরা।

  • এর আগে যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা দেন, প্রধান অতিথি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী

আরও বক্তৃতা দেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, শিক্ষাবিদ ও নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শিক্ষাবিদ স.ম. ইমানুল হাকিম, অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বরিশালের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এম.এ. জলিল ও যুগ্ম সদস্য সচিব মঞ্জুরুল আলম খোকন, জাতীয় যুব সংহতির বরিশাল মহানগর সদস্য সচিব রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের প্রচার সম্পাদক এ.এইচ.এম. সানাউল্লাহ, সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি গাজী মো. রেদোয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের সভাপতি ভূমিকা সরকার, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মনির পালোয়ান প্রমুখ।

  • বক্তারা বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলাম সারাজীবন দেশ ও সব শ্রেণিপেশার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে এ দেশের ৫০ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নুরুল ইসলামের প্রতিষ্ঠিত যুগান্তর ২৫ বছর ধরে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এর প্রমাণ জুলাই গণঅভ্যুত্থানেও মিলেছে। এমনিভাবে আগামীতেও দেশ ও জাতির কল্যাণে যুগান্তরের এ লড়াই অব্যাহত থাকুক।

বক্তারা আরও বলেন, যুগান্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন-বঞ্চনার খবর খুবই গুরুত্বের সঙ্গে তুলে ধরে। এ পত্রিকার সাংবাদিকদের লেখনি শক্তি অত্যন্ত প্রখর। সব সময়ে দেশের শ্রমিক-জনতাসহ অধিকার বঞ্চিতদের পক্ষে কথার সাহস দেখিয়েছে যুগান্তর। বস্তুনিষ্ট এমন সাংবাদিকতার মধ্যদিয়ে শত-সহ¯্র বছর দেশসেবায় যুগান্তর নিয়োজিত থাকবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.