নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে বরিশাল জেলা মটরসাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের বার্ষিক মিলন মেলা।
শুক্রবার নগরীর বান্দ রোডস্থ মেডিনোভা মাঠে এই বার্ষিক মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বান্দ রোড,ভাটার খাল জেলা পরিষদ মার্কেটের ২য় তলার ইউনিয়নের প্রধান কার্যালয় থেকে একটি বিশাল র্যালী বের করে সংগঠনের নেতৃবৃন্দরা। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন করে মেডিনোভা মাঠে এসে শেষ হয়।
এরপরে ক্রীকেট টূর্নামেন্ট, হাড়িভাঙ্গা সহ র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এই বার্ষিক মিলন মেলায়।
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল জেলা মটরসাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, উপদেষ্টা ও আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক বরিশাল অফিস রির্পোটার রাতুল আহম্মেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিক সোলাইমান।
এ সময় উপদেষ্টা ও অতিথিরা বরিশাল জেলা মটরসাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৯০১) সংগঠনের সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক সদস্য সচিব মোসলেহ উদ্দিন মানিক সহ বর্তমান আহ্বায়ক জামাল সিকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন,যুগ্ম আহ্বায়ক রুবেল গাজী,সদস্য সচিব সুজন হাওলাদার,যুগ্ম আহ্বায়ক রুম্মান হাওলাদার,যুগ্ম আহ্বায়ক সজিব দেবনাথ,যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম,মেসার্স রিপন অটোস এর ইয়াজ উদ্দিন রিপন ,শাহাদাত হাওলাদার প্রমূখ।