Take a fresh look at your lifestyle.

বরিশালে ’অপারেশন ডেভিল হান্ট’-গ্রেপ্তার ১৬

৪১

নিজস্ব প্রতিবেদকঃ যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত ‘অপারেশন ডেভিল হান্ট ’ বরিশাল জেলা ও মহানগরীতে অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী,মঙ্গলবার দিনভর বরিশাল মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন ও বিএমপি উপ-পুলিশ কমিশনার ইমদাদ হুসাইন।

তারা জানান,সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্তিত্বশীলতা সৃষ্টিকারী পরিচালনাকারী ও সহযোগীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। মঙ্গলবার বরিশাল জেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বরিশাল নগরী থেকে ০৫ জনকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া মঙ্গলবার বিকেলে নগরীর রসুলপুর কলোনীতে অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে আটক করা হয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.