Take a fresh look at your lifestyle.

নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে পালিত হচ্ছে শহীদ দিবস

২৬

স্টাফ রিপোর্টার : বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বৃহস্পতিবার, ২১’র প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাত ১২টা ১মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন,ডিআইজি, বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলমসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্থরের জনসাধারণ প্রথম প্রহরে ও শুক্রবার সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া একুশ ঘিরে বরিশালে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।

একুশের অনুষ্ঠানমালা শান্তিপূর্ন এবং নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.