Take a fresh look at your lifestyle.

বরিশালে অপ ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে বিআরইউর কঠোর হুশিয়ারি 

১১৩
খবর বিজ্ঞপ্তি : সাম্প্রতিক সময়ে সাংবাদিকতার পরিচয় দিয়ে বেশ কয়েকটি অপ সিন্ডিকেট সদস্যরা বরিশালে নগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি ব্যক্তি পর্যায়ে জিম্মি করে চাঁদাবাজি করছে বলে বরিশাল রিপোর্টার্স ইউনিটির নজরে এসেছে।
বরিশাল রিপোর্টার্স ইউনিটি এসব অপসংবাদিক ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানাচ্ছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটি মনে করে এই ধরনের হীন সাংবাদিকরা দেশ ও জনগণের চরম শত্রু। তারা প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন করছে এবং সমাজ জীবনে গভীর ক্ষত সৃষ্টি করছে। বিআরইউ এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।
বরিশাল রিপোর্টার্স ইউনিটি বিশ্বাস করে, সাম্প্রতিক সময়ে ভূমি, ইট ভাটা, মৎস্য পোনা, ডায়াগনস্টিক, বালু উত্তোলন, মেডিক্যাল, রেজিস্ট্রি অফিস, আবাসিক হোটেল, থানা, মাদকসহ বিভিন্ন সেক্টরে এসব অপসংবাদিকদের বিচরণ লক্ষ্য করা গেছে। তারা ভ্রামমান অফিস খুলে সেক্টরভিত্তিক তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে যা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। তারা শেষ রাত পর্যন্ত ১০/১২ জনের একটি গ্রুপ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে এসব সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। সেই সাথে অপ ও হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিরোধ আগামী দিনে আরো কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এক বিবৃতিতে অপ ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে অ্যাকশনে নামার ঘোষণা দেন
Auto House

Leave A Reply

Your email address will not be published.