Take a fresh look at your lifestyle.

বরিশালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে বিক্ষোভ মিছিল

২৭

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে সারাদেশের ধর্ষণের বিরুদ্ধে ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) ১১টায় টাউনহল চত্বর স্টুডেন্ট কমিউনিটি বাংলাদেশ ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট কমিউনিটি বাংলাদেশ বরিশাল জেলা আহবায়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক সাওদা, রাইয়াসহ প্রমাখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে এসে সপ্তাহ ধরে আমরা দেখছি ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে। আগে আমরা কথা বলতাম না কিন্তু এখন ২য় স্বাধীনতার পর অন্যায় দেখেও চুপ থাকা মানায় না আমাদের। আমরা এ জঘন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, যেখানে আসিয়ার ধর্ষককে তা সকলের জানা, সেখানেও কেন বিচার বিভাগ তার বিচার কার্যক্রম সম্পন্ন করতে ৯০ দিন সময় নিবে? আমরা চাই এ সকল মামলার বিচারকার্য যতদ্রুত সম্ভব শেষ করতে হবে।

এর আগে বিক্ষোভ মিছিলটি নগরীর সদর হাসপাতাল থেকে সদর রোড বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.