Take a fresh look at your lifestyle.

শিশু আছিয়া সহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

১৮

নিজস্ব প্রতিবেদকঃ শিশু আছিয়াসহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সদস্য কলেজ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখা, আমিনুর রহমান খোকন, নির্বাহী পরিচালক আভাস, রহিমা সুলতানা কাজল, মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা, সহ-সভাপতি, টুলু রানী কর্মকার, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি, অ্যাডঃ আবুল কালাম আজাদ, সাংবাদকর্মী নিউজ ২৪ বরিশাল প্রধান, সাইফুর রহমান মিরন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন সাধারণ সম্পাদক, জোসনা বেগমসহ প্রমূখ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের দেশের বর্তমান আট বছরের শিশুও ধর্ষকদের থেকে রক্ষা পাচ্ছে না। আমরা কঠিনের বিধান কাগজে কলমে দেখতে চাইনা। বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় অনেকটা উদাসীন। আমরা সরকারের এমন উদাসীনতা মেনে নিতে পারছি না। আমাদের আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং ধর্ষণের বিচার কার্য দ্রুত সময়ে শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে ।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত তা মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, নয়তো ক্ষমতা ছেড়ে দেওয়া। দেশটা আমাদের তাই দেশ কে ভালো রাখতে প্রয়োজনে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের। আমাদের দেশের আইন পরিবর্তন করা জরুরী হয়ে দাড়িয়েছে। দ্রুত আইনি সহযোগিতার জন্য ভিকটিম সাপোর্ট টিম তৈরি করে বিচার কার্য দ্রুত করতে হবে।

 

এদিকে একই দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড প্রকৌশলী শম্পা বসু, সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট দিলরুবা নুরীসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, একের পর এক নারী নির্যাতন ও নারীবিদ্বেষী কর্মকান্ড সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। ৮ বছরের শিশু আছিয়াকে হত্যার মত ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে আছিয়া হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভ্যুত্থানপরবর্তী সময়ে নারীদেরকে ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের উপর হামলা হয়েছে, নারী শিল্পীদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা হয়েছে, রাজশাহীগামী বাসে আড়াই ঘন্টা ধরে নারী নির্যাতনসহ একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ বা ঘটনায় জড়িতদের বিচার করছে না, অথচ আছিয়া ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে ঢাকায় পুলিশী হামলা-মামলা করে সরকার ধর্ষকদের জন্য একধরনের প্রশ্রয়দাতার ভূমিকায় আবির্ভূত হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন। অন্যথায় সারাদেশে নারীরা এসব নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন তুলবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি জানান।

Auto House

Leave A Reply

Your email address will not be published.