Take a fresh look at your lifestyle.

বরিশাল সনাতন ধর্মাবলম্বীদের ‘দোল’ উৎসব উদ্‌যাপন

১২০
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল’ উৎসব পালিত হয়েছে। নগরির শ্রীশ্রী শংকর মঠ সহ বিভিন্ন মন্দিরে এ উৎসব পালন করা হয় ।
শনিবার (১৫ মার্চ) সকালে মন্দিরগুলোতে আবির মাখিয়ে দোল উৎসব পালন করেন। এ উপলক্ষ্যে আবির রঙে রাঙিয়ে হোলি খেলায় মেতে উঠে সনাতন ধর্মের তরুণ-তরুণীসহ নানান বয়সের নারী পুরুষ।দেখা গেছে, একে-অপরে আবিরের রং মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
এছাড়া উৎসব উপলক্ষ্যে মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও মধ্যাহ্ন ভোজের আয়োজনও করা হয় বলে জানা গেছে।উৎসব উপলক্ষ্যে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেছেন।
পূজা ও কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করেন ভক্তরা।দোলযাত্রা ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে বরিশাল শহরে।
Auto House

Leave A Reply

Your email address will not be published.