Take a fresh look at your lifestyle.

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন গ্রেপ্তার

১০৯

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে চোরকে আটক করার জেরে ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. মামুন গ্রেফতার হয়েছে।

১৭এপ্রিল,বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ডিসিঘাট এলাকাথেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতার মো.মামুন বরিশাল মহানগরের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি বরিশাল নগরীর ভাটারখাল এলাকার ধলু মিয়ার ছেলে।

  • মামলা ও ভূক্তভোগীর তথ্যানুযায়ী, গত ২৯ মার্চ বরিশাল জেলা মটর সাইকেল পাটর্স মালিক সমিতির সভাপতি আবদুর রহিমের চাঁদমারির বাসায় চুরির ঘটনা ঘটে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরিতে জড়িত সন্দেহে সালাম হাওলাদারকে আটক করলে মালামালার ফেরত দেয়ার আশ্বাসে মুক্তি পান। এরপরমামুনসহ চোরচক্রের ১০-১৫ সদস্য আবদুর রহিমের ব্যবসা প্রতিষ্ঠান হাওয়া মটরসে ভাংচুর চালায়। তখন ব্যবসায়ী আবদুর রহিমসহ তার কর্মচারীদের মারধর করা হয়।

এরপর কোতয়ালীমডেল থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহিম। মামলায় মামুনসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৫ জনকে আসামি করা হয়। সেই মামলায় স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড আহ্বায়ক মো. মামুনকে গ্রেফতার করে এসআই রুহুল আমিন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিকে গ্রেফতার করে আইনানুযায়ী কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.