নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার,১৯ এপ্রিল স্টীমার ঘাট জামে মসজিদে বাদ জোহর ৩০ টি ওয়ার্ডের ইমামদের কাউন্সিলের মাধ্যমে আলহাজ্ব মাওলানা আহমাদ আলী কাসেমীকে সভাপতি ও মাওলানা রুহুল আমিনকে সাধারন সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
জামে এবাইদুল্লাহ মসজিদের ইমাম মাওলানা মীর্জা নুরুর রহমান বেগ এর সভাপতিত্বে বরিশাল পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আহমাদ আলী কাসেমীকে সভাপতি ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে এই ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মাওলানা মীর্জা নুরুর রহমান বেগ জানান, শনিবার জোহরের নামাজ শেষে ৩০ টি ওয়ার্ডের ইমামদের কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষনা করা হয়।