নিজস্ব প্রতিবেদকঃ ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশাল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।
১৫ এপ্রিল,শনিবার দুপুর ১২ টা থেকে নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ঢাকা বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
- মহাসড়ক অবরোধের কারনে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে থাকার কারনে যাত্রীদের চরম দুর্ভোগ হয়। এসময় যান চলাচল স্বাভাবিক রাখতে যৌথবাহিনী ছাত্রদের মহাসড়কের পাশে কর্মসূচি পালন করতে বলেন।এরপর মহাসড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এসময় অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা।
- শিক্ষার্থী আইয়ুব নবী বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্টের দেয়া রায় অবিলম্বে বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের ২০২১ সালে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলন চলবে বলে জানান তিনি