নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ উপলক্ষ্যে বরিশালে সচেতনতামূলক র্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- রবিবার দুপুরে বরিশাল রিপোটার্স ইউনিটি হলরুমে একশন এইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা প্রান্তজন, আভাস, আরোহি, বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরাম আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকাল ১০ টায় বরিশাল শহিদ মিনার থেকে অশ্বিনী কুমার হল পর্যন্ত সচেতনতামূলক র্যালি বের করা হয়।
বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরাম এর সদস্য অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন’র সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক শুভঙ্কর চক্রবর্তী।
- তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা তৈরি করা এবং আগামী ২৩-২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫-এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেওয়াই র্যালির মূল লক্ষ্য। জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এতে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি। এই র্যালি তারই সূচনা। আমরা চাই, নবায়নযোগ্য জ্বালানির সুবিধা গ্রাম থেকে শহর সবখানে পৌঁছাক। রিনিউয়েবল এনার্জি ফেস্টে এই লক্ষ্যেই কাজ করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩-২৪ এপ্রিল বুয়েটে অনুষ্ঠিত হবে রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫। এতে অংশ নিতে মিডিয়া প্রতিনিধি, নাগরিক সমাজ ও আগ্রহী সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রান্তজন-এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, জেটনেট-বিডি-এর সদস্য আরোহির নির্বাহী পরিচালক এ টি এম খোরশেদ আলম, বরিশাল বিভাগীয় পরিবেশ ও উন্নয়ন ফোরাম এর সদস্য আখতারুল কবির, প্রতিবেশ ফোরাম’র সদস্য সচিব অ্যাড. সুভাষ দাসসহ শতাধিক নাগরিক, যুবা, নারী নেতৃত্ব, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।