নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল চকবাজার রোডস্থ বিউটি সিনেমা হলের জমির পৃথক ভুয়া দলিল পূর্বক ভূমিদস্যু কাজী মফিজুল ইসলাম কামাল ওরফে কে কে কামালের ছত্রছায়ায় তার তিন সহযোগী মো. আবুল হাসান কুদ্দুস, কালাম মল্লিক ও রাকিব মল্লিক কূটকৌশলে মালিক হতে চায়।
এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল চকবাজার বিউটি রোডের বাসিন্দা সৈয়দ জুলফিকার উদ্দিন চৌধুরীর ছেলে সৈয়দ আশিক চৌধুরী।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন আশিক চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী।
তিনি বলেন, আদালতে কাজী মফিজুল ইসলাম কামালের দায়েরকৃত মামলায় বিবাদির পক্ষে বিচারক রায় দেয়। রায়ের দুই মাস পর জমিতে ভবন সংস্কারের কাজ শুরু করে। কিন্তু প্রতিপক্ষ কাজী মফিজুল ইসলাম কামাল ওরফে কে কে কামালের পালিত ক্যাডার মো. আবুল হাসান কুদ্দুস ও কালাম মল্লিক সহ তাদের দুই পুত্র ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম ও রাকিব মল্লিক সহ প্রায় ১৫/২০ জন ওই সংস্কার কাজে বাঁধা দেয়। জমির সাইনবোর্ড ভেঙ্গে উলটো আমাকে আসামি করে চলতি বছরের ২০ মে রাকিব মল্লিক বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক বরিশাল কোতয়ালী মডেল থানায় ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। প্রতিপক্ষের হামলা মামলার রোষানলে আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি মানবেতর জীবন যাপন করছে।
এই কে কে কামাল হলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার বেয়াই এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক। আ.লীগ শাসনামলে ক্ষমতা বলে কে কে কামাল তার ইচ্ছে মত সব করেছেন। বরিশালে একাধিক ব্যক্তির সাথে রয়েছে তার জমি নিয়ে বিরোধ।
সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনী সঠিক পথে থাকার কারণে প্রতিপক্ষ আবুল হাসান কুদ্দুস সমাজে প্রচার চালাচ্ছে- থানার ওসি সাহেব ও তার স্ত্রীকে আমি ফ্লাট দিবো। পুলিশের সঠিক তদন্তকে বিপরীত দিকে নেয়ার জন্য আবুল হাসান কুদ্দুস এ সব তথ্য ছড়াচ্ছে। যার কোন সত্যতা নেই। জমি নিয়ে প্রতিপক্ষদের দায়েরকৃত মামলাগুলো আদালত থেকে প্রায় সকল মামলার রায় আমাদের পক্ষে এসেছে। আর কিছু মামলা চলমান রয়েছে।
বিউটি হলের জমি নিয়ে গত ১৪/০৭/১৯৫৫ তারিখে একই দলিল ৬৭২০ নম্বরে তৈরি হয়েছে একাধিক দলিল। যার মালিক হলেন- কালাম মল্লিকের বাবা কাদের মল্লিক এবং রাশিদা বেগম (কালাম মল্লিকের শ্বাশুড়ী) তার একটি জাল দলিল তৈরি করে ওয়ারিশসূত্রে বিউটি হলের জমির মালিকানা দাবি করছেন। আরেকটি দলিলের মালিক হলেন- মো. মফিজুল ইসলামের পিতা মোকলেছুর রহমান। অন্য দলিলের মালিক হলেন- কাদের মল্লিক। এই তিনটি দলিলই সাব রেজিস্টার অফিস হল খুলনা ইসলামকাঠি। যার কোন রের্কড নাই।
সর্বশেষ গত ২৩/০৩/২০২৫ তারিখে আরো একটি দলিল তৈরি করেন বরিশাল সাব রেজিস্টি অফিস থেকে। যার দলিল নং ৩২৯৮। এখানে বলা হয়েছে আমি এবং আমার বোন প্রতিপক্ষ কালাম মল্লিকের স্ত্রী হাফিজা বেগম সহ পারুল বেগম , নাজমা আক্তার ও মিজানুর রহমান টিটুর কাছে ৯ কোটি ৭৬ লক্ষ ৮৮ হাজার টাকায় বিক্রি করেছি। উপরোক্ত সব দলিলই জাল। কারণ তাদের দলিল যদি সঠিকই হতো তাহলে আমাদের কাছ থেকে তারা বায়না করে কিভাবে এবং আমাদের কাছে কেন জমি ক্রয়ের দাবি করবে কেন।
চক্রের মূল হোতা কে কে কামালসহ যাদের তথ্য প্রমাণ পেয়েছি তাদের বিরুদ্ধে গত ১৮-৫-২০২৫ তারিখ দুর্নীতি দমন কমিশনে মামলার ও অনুসন্ধানের জন্য আমি লিখিত আবেদন করেছি।