Take a fresh look at your lifestyle.

ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে পায়ে চালিত রিকশা শ্রমিকরা

১২

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বিভিন্ন প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পায়ে চালিত রিকশা শ্রমিকরা।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর পায়ে চালিত রিকশা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় পায়ে চালিত রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ ধলু মিয়া বলেন, আমরা পায়ে চালিত রিক্সা শ্রমিকরা বিগত বহুদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি বরিশাল সিটি কর্পোরেশন বা প্রশাসন এখন পর্যন্ত তা আমলে নেয়নি। তাই আজ আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি আমরা।

তিনি আরও বলেন, আমাদের দাবি হলো ব্যাটারি চালিত অটোরিক্সা সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গীর্জামহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় ও নগর ভবন সংলগ্ন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে হবে। এসকল রিকশা চলাচলের কারণে সড়ক গুলোতে যান-জট সৃষ্টি হয়। এমনকি নগরীতে সড়ক দুর্ঘটনাও বেড়ে চলেছে এ রিকশার জন্য। আমরা এ রিকশা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে চলাচল যাতে না করতে পারে তার দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিল শেষে পায়ে চালিত রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বরিশাল জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন প্রশাসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি জমা দেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.