Take a fresh look at your lifestyle.

বরিশালে কীর্তনখোলা নদীতে গ্রীনলাইনের ঢেউয়ে যাত্রীবাহী ট্রলার ডুবি

২০৩

 

নিজস্ব প্রতিবেদক:   বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি গ্রীনলাইন-৩ চলন্ত ঢেউয়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আর যাত্রীবাহী ট্রলারটি বরিশাল থেকে অর্ধশতযাত্রী নিয়ে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়ে‌ছি‌লো।

 

রোববার দুপুর ২টায় নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর মাঝখা‌নে এই নৌ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাক‌া থে‌কে বরিশাল নগরীর স্টিমারঘাটে যাত্রী নি‌য়ে আসছি‌লো এমভি গ্রীনলাইন-৩ নামে ওয়াটার বাসটি। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছলে গ্রীনলাইনের তীব্র ঢেউয়ে বরিশাল থেকে ছেড়ে যাওয়া হিজলাগামী যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

 

ঘটনাস্থ‌লের কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে এবং অনেকে সাঁতরে নদীর তী‌রে ওঠে। এতে যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। খবর শুনে ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে ব‌লে জানান তি‌নি।

 

এ‌দি‌কে বিষয়‌টি সম্প‌র্কে খোজ খবর নি‌চ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইড‌ব্লিউ‌টিএর যুগ্ম প‌রিচালক মোস্তা‌ফিজুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.