Take a fresh look at your lifestyle.

যানজট নিরসনে বরিশালে ট্রাফিক বিভাগের প্রচারভিযান

১৭

স্টাফ রিপোর্টার : বরিশালে জনসচেতনতা মূলক প্রচারণা অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৪ জুন) জেলখানার মোড়, ডার্চ বাংলার মোড়,কাকুলির মোড় হয়ে জেলা স্কুল মোড়সহ নগরীর বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন জানান, আজ বিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী স্যারের নির্দেশক্রমে নগরবাসীকে যানযট মুক্ত নগরী উপহার দিতে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে,  নগরীকে যানযট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি এবং ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা দূর করার অভিযান এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন-ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে সহ কর্মকর্তাবৃন্দ  ।

Auto House

Leave A Reply

Your email address will not be published.