Take a fresh look at your lifestyle.

গত ২৪ঘণ্টায় বরিশালে ডেঙ্গু জ্বরে ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শের ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়েছে।

৭জুলাই,মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বশেষ তথ্যানুযায়ী এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ছনিয়া (২৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ ছালামের মেয়ে ও মৃত মো. সাইফুল (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়াড় সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ হাজার ৫৬৩ শত জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন। আর মৃত্যু হয়েছে তেরজনের। এরমধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত তেরজনের মধ্যে ছয়জনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি, এ জেলায় সংখ্যা ৩ হাজার ৩৮০ জন।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.