ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) বরিশাল-এর সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ইউজিভি’র ভবন-১ এর তৃতীয় তলায় মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ ফরিদ আহমেদ, ইইই বিভাগের অধ্যাপক এ.এইচ.এম দেলোয়ার হায়দার।
এ সময় বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউজিভি কর্তৃপক্ষ জানায় মেডিকেল সেন্টারে মেডিকেল অফিসার ডাঃ নওশীন ইসলাম ইউজিভি’র সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।