বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।
৫ আগস্ট,মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর অংশ হিসবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ৭টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাকেরগঞ্জ উপজেলার, চড়াদী ইউনিয়নের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মোঃ শাওন শিকদার এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান। সেখানে শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টায় আমতলা মোড় বিজয় বিহঙ্গের সামনে অংকিত গ্রাফিতির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
পরে সকাল ১০ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,বিএমপি উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ শরফুদ্দিন,বরিশাল পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীনসহ জুলাই শহিদ পরিবারের সদস্যরা ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
শুরুতে জুলাই শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে শহিদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারন শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
এসময় বরিশাল জেলার ৩০ জন জুলাই শহিদের পরিবার ও ৩৮৯ জন জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।
পরিশেষে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।