স্টাফ রিপোর্টার: বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার হত্যা মামলার ৫ নম্বর আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বাগান বাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভূক্ত আসামী মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ খান মিল্টনকে আজ বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ জুলাই সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মো. লিটন শিকদার ওরফে লিটুকে হত্যার পাশাপাশি তার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও তার মা, বোন ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ১ আগস্ট বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেছিলেন নিহত লিটুর বোন মোসাঃ মুন্নি (৩৫)। মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা হয়। মাস কয়েক ধরে নিহত লিটুর বোন মুন্নি ও তার স্বামী জাকির হোসেন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।