Take a fresh look at your lifestyle.

পিআর পদ্ধতির বির্তক সৃস্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা : মোয়াজ্জেম হোসেন আলাল

স্টাফ রিপোর্টার: পিআর পদ্ধতির বির্তক সৃস্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রয়াস যে চলছে এটা আমার দেখতেই পারছি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলন তিনি।

আলাল বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর যতগুলো দেশে আছে বেশির ভাগ জায়গাই একটা অস্থিতিশীল সরকারের মধ্যে থাকে। যারা পিআর পদ্ধতির কথা বলেন তাদের অনেক কর্মীই পিআর নিয়ে ব্যাখা দিতে পারবে কিনা আমার মধ্যে একটা দ্বিধা আছে।

এসময় তিনি আরো বলেন, মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য, সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হবে। এজন্য মতভিন্নতা যেখানে আছে সেখানে গণতন্ত্রের সৌন্দর্য আছে। কিন্তু সে মতভিন্নতা আমার মত করে হতে হবে এইভাবে জেদ ধরে বসে থাকা এটা রাজনৈতিক ব্যাকরণেও পরে না সামাজিক কোন শিষ্টাচারের মধ্যেও পরে না।

এসময় মিট দ্য রিপোর্টার্সে উপস্থিতি ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সংগঠনের নেতৃবৃন্দসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সংবাদকর্মীরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.