নিজস্ব প্রতিবেদকঃ
ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।
শুক্রবার সকাল ১০টায় মিছিলটি নগর ভবন থেকে শুরু হয়ে গীর্জা মহল্লা প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ ও সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সভাপতি হাসান নাঈম।
বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে বলেন, সাইবার বুলিং, নারীদের প্রতি হেনস্থা এবং ট্যাগিংয়ের রাজনীতির ফলে ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বিনষ্ট হচ্ছে। যারা এসব ট্যাগিংয়ের সাথে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা মুখে নারীদের অধিকারের কথা বললেও তাদের কার্যক্রমে নারীদের প্রতি হেনস্থা, কটুক্তি, সাইবার বুলিং লক্ষ্য করা যায়। এই ধরনের রাজনীতি থেকে ফিরে এসে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আহ্বান জানান।