Take a fresh look at your lifestyle.

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আরিফিন তুষার

১০

নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক কালবেলা পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফিন তুষার (৪০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের সময় সদর রোডস্থ হাবিব ভবনের দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো অফিসে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তথ্যানুযায়ী, অফিসে বসে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায় অন্যান্য সহকর্মীরা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা আরিফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুঁটে আসা সংবাদকর্মীরা কান্নায় ভেঙে পরেন।

সাংবাদিক আরিফিন তুষারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে আজ মঙ্গলবার সকাল ১০টায় সাংবাদিক আরেফিন তুষারের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তীতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট তার নিজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হবে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.