Take a fresh look at your lifestyle.

নগরীতে অবৈধ ভাবে সড়ক দখল করে চলছে বাঁশের ব্যবসা

স্টাফ রিপোর্টার: নগরীর মহাশ্বশান সংলগ্ন সড়কের জায়গা অবৈধ ভাবে দখল করে চলছে বাঁশের রমরমা ব্যবসা। মহাশ্বশান পাচিল ঘেঁষে সারি সারি বাঁশ রেখে প্রতিনিয়ত চলেছে এ ব্যবসা।

ব্যস্ততম এই সড়কটিতে বিসিক শিল্প নগরীর বিভিন্ন পরিবহনসহ বিভিন্ন যানবাহন সেবা চলে আসছে দীর্ঘ বছর যাবৎ।

 

তবে সরেজমিন দেখা যায়, অবৈধ ভাবে ব্যবসায়ীরা বাঁশ রেখে যানবাহন, সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে প্রতিনিয়ত। এসব সামগ্রী রাখার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এমনকি বিভিন্ন সময় ঘটছে সড়ক দূর্ঘটনা। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জনসাধারনের সড়কে নিরাপদে চলাচলের স্বার্থে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ পথচারিদের।

মোটরসাইকেল চালক আরিফুর রহমান বলেন, ‘অনেক দিন ধরেই মহাশ্বশানের সড়কের পাশে এমন বাঁশ বিক্রির ব্যবসা চলছে । এতে সাধারণ পথচারীদের দুর্ভোগ বাড়ছে। দুই দিন আগে তো বড় ট্রাক থেকে বাঁশ নামানোর সময় পূরো সড়ক প্রায় আটকে ফেলেছিলো তখন বিপরীত দিক থেকে আসা একটি বাইক চালককে সাইড দিতে গিয়ে ব্যটারি চালিত রিকশায় থাকা এক শিশু দুর্ঘটনার শিকার হয়েছে । ওই সময় ছিটকপড়ে মাথায় মারাত্মক ব্যথা পেয়েছে শিশুটি।

পথচরি মোঃ সুজন জানান, এখানে দীর্ঘদিন ধরে বাঁশ ব্যবসা চলছে। এতে করে ওই রাস্তা ব্যবহারকারী যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে। এ কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এ সব ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না প্রশাসনের।

 

স্থানীয়দের দাবি, বাঁশ বিক্রির জন্য আলাদা স্থান রয়েছে। সেখানে বাঁশ বিক্রি করা যায়। কিন্ত তারা সেখানে রেখে বাঁশ বিক্রি না করে সড়কের পাশে পাচিল ঘেষে বাঁশ রাখছে যা বেআইনি।

এমন ভাবে চললে প্রাণ হানির আশংকা আছে বলে মনে করেন এলাকার সচেতন মহল। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক বাঁশ ব্যবসায়ী বলেন, আমরা গরীব মানুষ। এটা বিক্রি করেই সংসার চালাই। আমাদের এখান থেকে বাঁশ বরিশালের বিভিন্ন স্থানসহ আশেপাশের জেলা গুলোতে যায়। বেড়া ও মাঞ্চা তৈারি করা হয় এ বাঁশ দিয়ে। অনেকে আবার বিল্ডিং এর কাজে নেন। মুসলিম কবর স্থানে ও আন্জুমান কবর স্থানেও আমাদের এখন থেকে বাঁশ যায়।

এবিষয় বিসিসি কর্মকর্তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মহাশ্বশান সংলগ্ন লাকুটিয়া সড়ক খাল ২০২৫ সালের ৮ আগস্ট অবৈধ এ বাঁশের ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় কমিশনার ও বিসিসি প্রশাসক রায়হান কাওসার। কিন্তু খাল ছেড়ে আসলেও এবার সড়ক দখলে ব্যস্ত ব্যবসায়ীরা।

Auto House

Leave A Reply

Your email address will not be published.