Take a fresh look at your lifestyle.

বরিশালে একদিনের সফরে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন-উপদেষ্টা এম সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে একদিনের সফরে আসেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

১৩ সেপ্টেম্বর,শনিবার বরিশালে নিজ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।

বরিশাল নগরির জেল খাল, পোর্ট রোড, নদী বন্দরসহ বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন,ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত ৬ লেনের মহাসড়ক হবে এবং এজন্য কিছু জমি অধিগ্রহণ করা রয়েছে, বাকিগুলো করতে হবে।

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের বর্তমান দায়িত্বরতরা জেলখাল পরিষ্কার করেছেন তবে তা পর্যাপ্ত নয়।  জেলা প্রশাসকও নিজ উদ্যোগে একটি খাল পরিষ্কার করেছেন। এখন খালগুলোর সঠিক রক্ষনাবেক্ষনের জন্য বিআইডব্লিউটিএর এক্সেভেটরসহ যা প্রয়োজন তা ব্যবহার করতে বলা হয়েছে।এছাড়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে কিছু বরাদ্দ এসেছে। ভবিষ্যতে আরও বড় বরাদ্দ আসবে যারমাধ্যমে হল ও রাস্তাঘাট সংস্কার করা সম্ভব হবে। বরিশাল স্টেডিযাম নিয়ে বলেন আগামী বিপিএল এর খেলা দেখতে চাই বলে বিসিসি চেয়ারম্যানকে বলেছি, তিনি প্রমিজ করেছেন আমাকে যে বরিশালে বিপিএল এর একটি খেলা দিবেন।

উপদেষ্টা আরও বলেন, আশা করি নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন।  সেইসাথে অতীতের সরকারের মতো ভবিষ্যতে কোন সরকার হবে না, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন তারা। আমরা অত্যন্ত পরিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে।

 

 

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.