Take a fresh look at your lifestyle.

পি.আর পদ্ধতিতে নির্বাচন না দিলে ছাত্র-জনতা রাজপথে নামবে-মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন ‘পি. আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবে’, পি. আর. পদ্ধতিতে নির্বাচন এ সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গণ-দাবী।
১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে  বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গন-সমাবেশে ফয়জুল করীম বলেন, পি. আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ব থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতীর মহৌৎসব, সহিংষতা নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা। পি আর পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, কোন দল বা সংস্থা, গোষ্ঠী, যে কোন পেশাজীবী সংগঠন তথা আপামর জনগনের নতুন কোন দাবী আদায়ের ক্ষেত্রে পার্লামেন্টেই আলোচনা-পর্যালোচনার মাধ্যমে যাবতীয় মৌলিক সমস্যার  সমাধান হবে, এতে করে পার্লামেন্টেই হবে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনার কেন্দ্র বিন্দু। যার ফলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিভক্তি, বিভাজন, মারামারী, হানাহানি, দাঙ্গা-হাঙ্গামা, অরাজকতা, হরতাল, অবরোধ, ঘেরাও জ¦ালাও-পোড়াও, অগ্নি সংযোগ, হামলা-মামলা, লুটতরাজ, প্রতিহিংসার দানবীয় অপরাজনীতির অবসান হয়ে কাঙ্খিত শান্তি পূর্ণ প্রতিযোগিতার রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হবে।
তিনি আরও বলেন,দেশের জনগন স্বচ্ছন্দময় জীবন যাপন করবে। দেশময় স্থিতিশীলতার কারনে বন্ধু প্রতীম আন্তর্জাতিক বিদেশী বিশিষ্ট ব্যবসায়ীদের নির্বিঘ্নে নির্ভাবনায় বিনিয়োগ আসবে, নতুন নতুন কর্ম সংস্থানের সৃষ্টি হবে, ফলে বেকারত্বের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, সুখী সমৃদ্ধ শান্তিময় আদর্শ রাষ্ট্র। বিশ্বের প্রায় ৯১টির বেশী দেশ কোনও না কোন প্রকারের পি. আর. পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। এর মধ্যে শতভাগ পি আর পদ্ধতি ব্যবহার নির্বাচন আয়োজন হয়ে থাকে- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশ সমূহে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পি. আর. পদ্ধতিতে নির্বাচনের দাবী করে আসছে। এ দাবী দিন দিন জনপ্রিয় হচ্ছে। পি. আর. পদ্ধতিতে নির্বাচন এ সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গণ-দাবী। অথচ একটি দল পি. আর. পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করে আসছে। তারা আমাদের দেশের বৈরী রাষ্ট্রের এজেন্ডা এ বাংলাদেশে বাস্তবায়ন করার হীন অপচেষ্টায় লিপ্ত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল নগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান এর সঞ্চালনায় গনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহাজ¦ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন কেন্দ্রীয় সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনাব মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-০১ আসনে  সংসদ সদস্য প্রার্থী, মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।
Auto House

Leave A Reply

Your email address will not be published.