Take a fresh look at your lifestyle.

বরিশালে ঐতিহব্যবাহী ডিসি লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবি

১৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ঐতিহব্যবাহী বেলসপার্ক ঘেঁষা শতবর্ষী ‘ডিসি লেক’ দেয়াল দিয়ে খাচায় বন্দি করতে যাচ্ছে প্রশাসন। গত এক সপ্তাহ ধরে সেখানে দেয়াল গেথে গ্রিল করে নগরীর একমাত্র উন্মুক্ত জলাশয় ডিসি লেকটি দর্শনার্থীদের সৌন্দর্য্য অবলোকনে বাধার সৃস্টি করছে বলে মনে করছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জলাশয়ের পাশে একশেণির তরুণ-তরুণীর বেপরোয়া অবস্থান ঠেকাতে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনের উদ্যোগে লেকে এই প্রাচীর নির্মাণ চলছে বলে জানা গেছে। এর প্রতিবাদে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন সর্বস্তরের নাগরিকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- ডিসি লেক বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র উন্মুক্ত জলাশয়। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা ও অসামাজিক কাজের অযুহাতে দেয়াল তোলা হচ্ছে, যা কাম্য নয়। গ্রীল ও কংক্রিটের দেয়াল বানিয়ে ডিসি লেকটিকে খাঁচাবদ্ধ করলে এর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে। ঢাকার রমনা পার্ক, ধানমন্ডি লেক, বরিশালের আমতলা লেক উন্মুক্ত রেখে সৌন্দর্য্য অক্ষুন্ন রাখা হয়েছে। স্মারকলিপিতে মাদক সেবন ও অসামাজিক কাজের যে অযুহাত দেখানো হয়েছে তা বন্ধে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণকালে নাগরিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, শিক্ষক সংগঠন বাকশিস কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক জলিলুর রহমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মিজানুর রহমান, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক শাহ আজিজ খোকন, উন্নয়ন সংগঠক দীপু হাফিজুর রহমান, শিক্ষিকা সোনালী কর্মকার, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা সাগর দাস আকাশ, শ্রমিকনেতা শহিদুল হাওলাদার প্রমুখ।

এ প্রসঙ্গে বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, জেলা প্রশাসক আমাদের বলেছেন যে, লেকের মাছ চুরি হচ্ছে। পাশাপাশি সেখানে অসামাজিক কাজ, মাদক সেবন হচ্ছে। তিনি আরও বলেছেন যে, এটা জেলা প্রশাসকের জলাশয়। এটাকে বাউন্ডারি দেয়ার অধিকার জেলা প্রশাসকের আছে। কিন্তু আমরা তাকে বলেছি, সরকারি জলাশয়টিকে সরকারের মুখপাত্র হিসেবে জেলা প্রশাসক উন্নয়ন করতে পারেন কিন্তু দেয়াল দিয়ে আবদ্ধ করতে পারেন না।

প্রসঙ্গতঃ ডিসি লেকে দেয়াল নির্মাণ বন্ধে এর আগে সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে নগরীতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচী করা হয়। যদিও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে বলেছেন, ‘কিছু তরুণ-তরুণী লেকের পাশে গভীর রাত পর্যন্ত সময় কাটানোর নামে অশ্লীলতা করে। ওই সড়ক দিয়ে যাতায়াতকারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাছাড়া সেখানে মাদকসেবীদের আড্ডা হয়, লেক থেকে মাছ চুরিসহ ছিনতাই হয়। এগুলো বন্ধ করার জন লেকে ফেন্স (বেড়া) দেয়া হচ্ছে।’

Auto House

Leave A Reply

Your email address will not be published.