Take a fresh look at your lifestyle.

বাচ্চাকে পার্কে প্রবেশ নিয়ে তর্ক দুই সাংবাদিককে মারধর করেছে ছাত্রদল নেতারা

৫৬

নিজস্ব প্রতিবেদকঃ পার্কে প্রবেশ নিয়ে তর্কে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছে ছাত্রদল নেতারা। এতে একজন রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশ পথে। আহত হয়েছেন সময় টিভির ক্যামেরা পার্সন সুমন হাসান ও চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক সুমন হাসান জানান, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মির ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাঁধা দেয় নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তখন কন্যা চিৎকার দিলে চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা দুইজনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পুর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মিদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ আসার পূর্বে ছাত্রদল নেতারা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.