Take a fresh look at your lifestyle.

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

৩০
টেকসই উন্নয়ন পর্যটন এই স্লোগান নিয়ে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর,শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্ধোধন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ দেলোয়ার হোসেন। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিরা বিশ্ব পর্যটন দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অনির্বান চাকমা, বরিশাল অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বরিশালের দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে বরিশাল জেলার অন্যতম পর্যটন কেন্দ্র নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দুর্গাসাগর দিঘিতে আগত দর্শনার্থীদের জন্য দিঘিকে অধিকতর আকর্ষণীয় করে গড়ে তুলতে নানা ধরনের দৃষ্টিনন্দন কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। এছাড়াও রয়েছে গুঠিয়া মসজিদ, উজিরপুরের শাপলার বিল, ত্রিশ গোডাউন বদ্ধভূমি, ডিসি লেক, বেলস্ পার্ক, কীর্তনখোলা নদীর নয়া অবিরাম দৃশ্য, বিবির পুকুর,  বিভাগীয় জাদুঘর, অক্সফোর্ড মিশন চার্চ, উলানিয়া জমিদার বাড়ি, কড়াপুর মিয়াবাড়ি মসজিদ, কলসকাঠী জমিদার বাড়ি, কসবা মসজিদ, গৈলা মনসা মন্দির, মাহিলাড়া মঠ, লাকুটিয়া জমিদার বাড়ি, শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর, চাখারসহ বিভিন্ন পর্যটন স্থান রয়েছে।
Auto House

Leave A Reply

Your email address will not be published.