Take a fresh look at your lifestyle.

বরিশালে প্রকাশ্যে ব্যবসায়ীর কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু ঠেকিয়ে চাঁদা দাবি- যুবক আটক

বরিশালের গৌরনদী এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীর কোমরে পিস্তল সাদৃশ্য বস্তু ঠেকিয়ে চাঁদা দাবির সময় যুবক আরিফ মিয়াকে (৩১) আটকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রবিবার সকালে গৌরনদী পৌরসভার আশোকাঠি কাঁচা বাজারে জুয়েল স্টোরে এই ঘটনা ঘটেছে।

বিকালে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আরিফ মিয়া ঢাকা মহানগরীর উত্তরখান থানার চামরখান এলাকার মৃত আক্কাচ আলীর ছেলে ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

ওই বাজারে ভুক্তভোগী জুয়েল স্টোরের মালিক ও বিকাশ ব্যবসায়ী জুয়েল সরদার বলেন, ওই যুবক আমার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২ শত টাকা পাঠাতে বলে। আমি নগদ টাকা চাইলে ওই যুবক ব্যাগ থেকে একটি পিস্তল বের করে আমার (জুয়েল) কোমরে ঠেকায়।

এসময় ওই যুবক বলেন, ‘৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।’ এ সময় আমি ডাকচিৎকার দিলে বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ আগত ক্রেতা-বিক্রেতারা ছুটে এসে পিস্তলসহ আরিফ মিয়াকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে পিস্তলসহ আরিফ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিস্তল সদৃশ একটি বস্তুসহ আরিফকে আটক করা হয়েছে। এটি আগ্নেয়াস্ত্র নাকি খেলনা পিস্তল তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করবেন, সেই প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Auto House

Leave A Reply

Your email address will not be published.