মা ইলিশ রক্ষা অভিযানে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বরিশালের হিজলায় মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৩ অক্টোবর,সোমবার সকালে যৌথ অভিযান চালিয়ে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জন জেলেকে আটক ও ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশালের হিজলা উপজেলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন মেঘনা নদী ও খালে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যদের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন খালগুলোতে অবস্থান নেয়। তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগীতায় সেখানে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি ২২ লাখ অবৈধ কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
মৎস্য অফিসার আরও জানান, হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াস সিকদার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটক জেলেদের কাছ থেকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ ও অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।