Take a fresh look at your lifestyle.

শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেয়া হয় না : শিবির সভাপতি জাহিদুল

স্টাফ রিপোর্টার: আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে যে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি অতীতে হয়েছিলো, তা আর বাংলাদেশে হবে না। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন আদর্শ চর্চা করতে পারেন বলে জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

 

রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বরিশাল ব্রজমোহন কলেজ শাখা শিবিরের উদ্যোগে সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাহিদ আল হাসানের সঞ্চালনায় আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।

 

তিনি আরও বলেন, আমাদের সচেতন হতে হবে। যার যা সম্মান তা দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। ছাত্র সিবির শুধু আপনাদের মধ্যে দুনিয়া নয়, আখিরাতের কাজে লাগে তেমন পথ দেখাবে। আপনারা কোন প্রফ্রেশনে যাবেন তা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা যে ওই প্রফ্রেশনে আপনি সেরা হতে পারবেন কিনা সেটা বুঝা। যে ভালো তার সকল স্থানে আমাদের ভালো হতে হবে, নয় তো আমাদের জীবন বৃথা।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ব্রজমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশীদ রাফি।

 

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা আরও বলেন— ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাত আমরা ভুলে যাবো না। তাঁদের উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাঁদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো।অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরী সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.