স্টাফ রিপোর্টার: বাকসু (ব্রজমোহন কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফেরদৌস রুমি।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১টা থেকে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ অনশন শুরু করেন তিনি।
শিক্ষার্থী ফেরদৌস রুমি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হলেও দীর্ঘদিন ধরে বিএম কলেজে বাকসু নির্বাচন বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক ও সাংগঠনিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য অনশন করছি। যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।
অনশনস্থলে কামরুল ইসলাম হাবিব, শাহাদাত, সাব্বির, রাজু, ওমি, নাইম, লাবন্য, সুমি, মাহিসহ অন্যান্য সাধারন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সমর্থন জানাচ্ছেন। তারা ‘বাকসু নির্বাচন চাই’, ‘শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অনশন ভাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলমান ছিল।
