Take a fresh look at your lifestyle.

নাটোরে একটি গোডাউন থেকে ১৩ টন গুলির খোসা উদ্ধার

অনলাইন ডেস্কঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়া গেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো মা বাবা কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান নিলামে বিক্রি করে। পরে আহম্মেদপুর বাজার এলাকার শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব উদ্দিন তা কিনে তার বাড়িতে গুদামজাত করেন।

শিহাব উদ্দিন আহম্মেদপুর গ্রামের রফেজউদ্দিনের ছেলে। তিনি শুক্রবার রাতে ট্রাকবোহাই করে গুলির খোসাগুলো নিয়ে যান। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে শনিবার তারা পুলিশকে খবর দেন।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এমপি কার্টিজগুলো কারখানায় ব্যবহার করার জন্য নিয়ম মেনে রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব উদ্দিন বৈধ কাগজপত্র দেখিয়েছেন। এতে কোনো আইনী জটিলতা নেই। তিনি এটি কারখানায় ব্যবহার করতে পারবেন।”

Auto House

Leave A Reply

Your email address will not be published.