Take a fresh look at your lifestyle.

পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মুহসিন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন পদত্যাগ করেছেন।

ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে সোমবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন নিজেই।

অধ্যাপক মুহসিন বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় ১৭টি ‘অবজার্ভেশন’ (পর্যবেক্ষণ) দিয়েছে। এর মধ্যে চারটি পর্যবেক্ষণ সরাসরি রেজিস্ট্রার সংক্রান্ত বিষয়ে। এই পর্যবেক্ষণগুলো হচ্ছে- কেন রেজিস্ট্রার অধ্যাপক হয়েও সিন্ডিকেট সদস্য ও একাডেমিক সদস্য? এছাড়া কেন তিনি আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসের ভেতরে থাকেন না? কেন রেজিস্ট্রার গাড়ি ব্যবহার করেন?

অধ্যাপক মুহসিন আরও বলেন, এসব কারণে তিনি মনে করেন এই পদে থাকা উচিত হবে না। যে কারণে তিনি পদত্যাগ করেছেন। রোববারই উপাচার্যকে পদত্যাগের কথা জানিয়েছিলাম। সোমবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি।
প্রসঙ্গতঃ চলতি বছরের ২১ মে ড. মুহসিন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। ছয় মাস পর্যন্ত এই পদে থাকার কথা থাকলেও তার আগেই পদত্যাগ করলেন তিনি।

এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘আমি এখনও পদত্যাগের কাগজ হাতে পাইনি। তাই এই বিষয়ে কেউ বলতে পারছি না’।

উপাচার্যের পিএস টু ভিসি মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি শুনেছি রেজিস্ট্রার পদত্যাগ পত্র জমা দিয়েছেন, কিন্তু দেখেনি’।

Auto House

Leave A Reply

Your email address will not be published.