Take a fresh look at your lifestyle.

ইউজিভিতে ‘রিসার্চ অ্যান্ড একাডেমিক স্কিলস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি) “রিসার্চ অ্যান্ড একাডেমিক স্কিলস: ফ্রম স্টার্ট টু পাবলিকেশন” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর,বুধবার ইউজিভি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি কর্মশালার আয়োজন করে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. রাহাত হোসেন ফয়সাল, সহযোগী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা।

এছাড়া বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুরাইয়াত বিন আলি, ইংরেজি বিভাগের সহকারী বিভাগীয় প্রধান আদনান শাকুর, সিএসই বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম, এবং ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক কাজী হাফিজুর রহমান।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাবেয়া বেগম এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইয়েদ আলী মোল্লা।

এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপদেষ্টা মণ্ডলী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা গবেষণার মৌলিক ধাপ, গবেষণা প্রকাশনার প্রক্রিয়া এবং উচ্চশিক্ষায় গবেষণার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বরিশালে এই প্রথম কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নবিষয়ক এমন কর্মশালার আয়োজন করেছেন। আয়োজক ইউজিভি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি জানায়, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো তরুণ শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের আন্তর্জাতিক মানে গবেষণার জন্য প্রস্তুত করা।

শিক্ষার্থীরা এমন একটি তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক কর্মশালায় অংশ নিতে পেরে গভীর সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন।

Auto House

Leave A Reply

Your email address will not be published.