স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বরিশাল-৫ (সদর) আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১ টায় তিনি বরিশাল উপজেলা নির্বাচন অফিসার জনাব মোস্তফা কামাল এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করছি। যেখানে ইনসাফ এবং ন্যায়বিচার থাকে না সেখানেই দুর্নীতি, চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম হয়।
তিনি আরও যোগ করেন, “বরিশাল-৫ আসনের মানুষের উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল কাজ। আমি বিশ্বাস করি, সমাজে ইনসাফ, ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে এবং দুর্নীতি দূর করতে পারলেই জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব।” সবশেষে তিনি তার আসনের ভোটার সহ সকলের নিকট দোয়া এবং ভালবাসা প্রত্যাশা করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম সাঈদ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
