Take a fresh look at your lifestyle.

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে

১১

স্টাফ রিপোর্টারঃ  ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল ৪ আসনের হাত পাখার প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

১০ জানুয়ারী,শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার আয়োজনে এমদাদুল উলূম ইসলামীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এ কথা বলেন।

হাত পাখার প্রার্থী আবুল খায়ের বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বিজয়ের ৫৪ বছর পরেও এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। এমতাবস্থায় আগামীর বাংলা বৈষম্যহীন বাংলা, শোষণ বঞ্চনা মুক্ত বাংলা ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে বাংলাদেশ থেকে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে।

তিনি আরো বলেন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হলে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হোসেন, সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি কে এম মাহফুজ, ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তফা নোমানিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

Auto House

Leave A Reply

Your email address will not be published.