Take a fresh look at your lifestyle.

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য হলেন ১৫ সাংবাদিক

১৭

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অঙ্গীভুত সংগঠন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন পরিবারে যুক্ত হলেন বরিশাল জেলার ১৫জন সাংবাদিক।

তাদের আবেদনের প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারী রাতে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় ভোটাভুটির মাধ্যমে সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করা হয়। জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন সদস্য হলেন যারা- গিয়াস উদ্দীন সুমন (মাছরাঙা টিভি), শাহীন হাফিজ (দৈনিক ইত্তেফাক), ফাহিম ফিরোজ (মানবকন্ঠ), আরিফ হোসেন (বিজয় টিভি), প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল), রেহমান আনিচ (আজকের পরিবর্তন), খন্দকার মুন্না (বরিশালের খবর), মাসুদ রানা (ভোরের আকাশ), নুরুল হাসান স্বাক্ষর (বিপ্লবী বাংলাদেশ), লিটন বায়েজিদ (ভোরের অঙ্গীকার), জিহাদ হাসান (বাংলাদেশ বাণী), আঃ রহমান (দক্ষিণাঞ্চল), পাভেল ফেরদাউস (সুন্দরবন), আঃ রহিম (ইত্তেফাক, বাবুগঞ্জ), সাইফুল ইসলাম সাইফি (দৈনিক সংগ্রাম, মুলাদী)।জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম.মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক লতিফুর রহামন জাকির, সাংগঠনিক সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক তালুকদার মাসুদ, প্রচার সম্পাদক দেওয়ান মোহন, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, অ্যাডভোকে শাহে আলম, কাজী জাহাঙ্গির হোসেন, বায়েজিদ মোল্লা পান্নু প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ২৩ জানুয়ারী শুক্রবার নগরীর অদুরে নিসর্গ পার্কে সকল সদস্যদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়েছে। সেখানে বাঙ্গালীয়ানা ভোজন, ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল সদস্যকে ডেলিগেট কার্ড সংগ্রহ করে যথাসময়ে অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Auto House

Leave A Reply

Your email address will not be published.