নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-৫ আসেনর ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এড. মজিবর রহমান সরোয়ার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার,দুপুরে বরিশাল নগরীর টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় সামনে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন। এড.সরোয়ার সদর রোড থেকে শুরু করে গির্জামহল্লা এলাকা পর্যন্ত গণসংযোগ করেন।
প্রচারণা শুরুর পূর্বে তিনি বলেন গত বহু বছর দেশে প্রকৃত ভোটাধিকার ছিল না। মানুষ ভোট দিতে পারে নাই। এখন আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তন কে রুখতে দেশে অনেক ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এদেশ কে রক্ষা করতে হবে।
সরোয়ার আরও বলেন দেশের উন্নয়নের স্বার্থে গনতন্ত্র ফিরিয়ে আনতে দেশের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
