Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামের হাটহাজারীতে রুবেল হত্যা মামলার প্রধান আসামি রোকন আটক

৫৭

অনলাইন ডেস্কবিআরটিসি বাসের টেন্ডার নিয়ে বিরোধের জেরে আব্দুল হালিম রুবেলকে ছুরিকাঘাতে খুন করা হয়

শনিবার (১৯ মার্চ) রাতে ঢাকার ডেমরা থানার ডগাইর এলাকা থেকে আটকের পর  র‌্যাব কে এ তথ্য দেয় প্রধান আসামি শাহাদাত হোসেন ওরফে রোকন। র‌্যাব-৭অনলাইন ডেস্ক:  চট্টগ্রামের হাটহাজারীতে  এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য জানান।

 

তিনি বলেন, ঢাকায় গিয়ে রোকন প্রথমে পোশাক কারখানায় শ্রমিকের কাজ নেন। পরবর্তীতে সেখানে নিরাপদ মনে না করায় সর্বশেষ ডেমরায় একটি বেকারিতে কাজ শুরু করেন।  রোকন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী এলাকার মৃত মো. সফির ছেলে।

 

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, রুবেলকে হত্যায় গ্রেফতার রোকন সরাসরি অংশ নেয়। গ্রেফতারের পর রোকন র‌্যাব কে জানায়, নিহত রুবেল বিআরটিসি বাস ডিপো থেকে গাড়ি লিজ নিয়ে ব্যবসা করতো। গত ২৫ ফেব্রুয়ারি রুবেলের সঙ্গে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে অপর লিজ ব্যবসায়ী মো. দিদারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন রাত ১১টার দিকে দিদার ফোন করে রুবেলকে নতুনপাড়া মোবারক সড়কে আসতে বলে। দিদারের কথা মতো রুবেল সেখানে এলে দিদার, মাসুদ, রোকন এবং তাদের আরও পাঁচ জন সহযোগী মিলে রুবেলকে দেশীয় ধারালো অস্ত্র (কুড়াল, চাপাতি এবং চাকু) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় রুবেলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মারা যান তিনি।

 

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি নিহতের মা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে হাটহাজারী থানা পুলিশ। তবে ছায়া তদন্ত করে র‌্যাব । শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে রোকনকে গ্রেফতার করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.